Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

ফেন্সিডিলসহ ৩ যুবককে পুলিশে দিলেন এমপি

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফেন্সিডিলসহ ৩ যুবককে পুলিশে দিলেন এমপি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ মহাসড়কে ভাঙ্গাব্রিজ এলাকা থেকে ১১ বোতল ফেন্সিডিলসহ ৩ যুবককে আটক করে শিবগঞ্জ থানায় পুলিশের হাতে তুলে দেন স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

আটককৃতরা হলেন- সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের টোলপাড়া গ্রামের মৃত এম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৫), একই ইউনিয়নের শেখপাড়া গ্রামের ইমরাজ শেখের ছেলে ইব্রাহীম শেখ (২৮) ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ বাবলাবোনা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মরফুল হোসেন (৪৪)।

সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল জানান, মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চককীর্তি ইউনিয়ন থেকে শিবগঞ্জ ফেরার পথে পৌর এলাকা পাইলিং মোড়ের কাছে একটি অটোর ভিতরে ৩ জন ধ্বস্তাধস্তি করার সময় অটো থেকে দুই বোতল ফেনসিডিল রাস্তায় পড়ে যায়।

পরে শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের ভাঙ্গা ব্রীজের কাছে এসে সে অটোরিক্সার গতিরোধ করে থামানো হয়। এ সময় সংসদ সদস্য এর গানম্যান ও চালক ওই অটোরিকশা থেকে ৩ জনকে আটক করে তাদের কাছ থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।


জাহিদ হাসান/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়