ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পেয়ারা হাট দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেয়ারা হাট দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত মিলার (ছবি : রাইজিংবিডি)

ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশের ফ্লোটিং মার্কেট ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার।

বৃহস্পতিবার ঝালকাঠি জেলা পুলিশের নিশ্ছিদ্র প্রহরায় তিনি ভাসমান পেয়ারা হাটে পৌঁছান। পরে রবার্ট মিলার নৌকায় চড়ে ভীমরুলি গ্রামের ভীমরুলি খালে সংক্ষিপ্ত নৌভ্রমণ করেন। পেয়ারার ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাধারণ পেয়ারা ও সবজি চাষিদের সাথে মিশে যান। সময় কাটান, কথা বলেন।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

আল রবার্ট মিলার সাংবাদিকদের সাথেও কথা বলেন।  এ সময় তিনি ভাসমান হাটের প্রশংসা করেন। প্রকৃতি ও সাধারণ মানুষের প্রসংশা করেন তিনি। প্রায় এক ঘণ্টা পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বরিশালের উদ্দেশে রওয়ানা হন।


রাইজিংবিডি/ঝালকাঠি/১১ জুলাই ২০১৯/অলোক সাহা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়