ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুর্নীতি রুখতে এক্সপার্ট নিয়োগ

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্নীতি রুখতে এক্সপার্ট নিয়োগ

কুষ্টিয়া প্রতিনিধি : দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম বলেছেন, দুদকের বিস্তৃত কর্মক্ষেত্রে সব ধরনের দুর্নীতি রুখতে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক এক্সপার্ট নিয়োগ দেয়া হবে। ইতিমধ্যে দুদক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হয়েছে।

বৃহষ্পতিবার কুষ্টিয়া চৌড়হাস এলাকায় বর্ণাঢ্য আয়োজনে নবনির্মিত দুদক ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, দুদকে এখন মামলা ফাইলসহ চার্জশিট দেয়া হচ্ছে। নিজস্ব গোয়েন্দা বাহিনী নিয়োগ দেয়া হয়েছে। জেলখানা নির্মাণ করা হয়েছে। নিজস্ব অ্যানফোর্সমেন্ট টিম আছে। তাদের নিরলস কাজের মধ্য দিয়ে ভবিষ্যতে দুর্নীতি থাকবে না বলে মনে করি।

তিনি বলেন, দুদক নিজস্ব একটা গবেষণা সেল গঠন করেছে। দুদকে সব বিষয়ে দক্ষ এক্সপার্টের অভাব আছে। সীমাবদ্ধতার কারণে দেশের সব জায়গায় এখনও অফিস খুলতে পারেনি। কারণ দুদকে কাজের যে ধরন সেখানে হঠাৎ করে কাউকে নিয়োগ দিয়েই কাজ করানো সম্ভব নয়। সে কারণে নিয়োগ দেয়ার সাথে সাথে তাদের ট্রেনিং করিয়ে পোস্টিং  দেয়ার মাধ্যমে কাজ এগিয়ে যাচ্ছে। এভাবে আগামীতে এক্সপার্টদের নিয়োগ দেয়ার মধ্য দিয়ে সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে।

দুদক কমিশনার বলেন, দুদকের নিজস্ব ভবন উদ্বোধনের মাধ্যমে কর্মকর্তারা নতুন উদ্যেমে কাজ করবেন।

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাতসহ দুদকের উর্ধ্বতন কর্মকর্তা ও টাস্কফোর্স টিমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/কুষ্টিয়া/১১ জুলাই ২০১৯/কাঞ্চন কুমার/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়