ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রকাশ্যে ধূমপান করায় অর্থদণ্ড

আরিফুল ইসলাম সাব্বির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রকাশ্যে ধূমপান করায় অর্থদণ্ড

সাভার সংবাদদাতা : ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় উন্মুক্ত স্থানে ধূমপানের দায়ে ১৯ জনকে এবং গাঁজা সেবনের দায়ে ৮ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার উপজেলার আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড ও কলমা এলাকায় র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের শাস্তি দেয়া হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর শিবলী মোস্তফা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিনের নেতৃত্বে অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়ায় ৮ জনকে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়। আর প্রকাশ্যে ধূমপান করায় ১৯ জনকে ৩০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।


রাইজিংবিডি/সাভার/১১ সেপ্টেম্বর ২০১৯/আরিফুল ইসলাম সাব্বির/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়