Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৫ জুন ২০২১ ||  আষাঢ় ১ ১৪২৮ ||  ০৩ জিলক্বদ ১৪৪২

খালেদার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির মানববন্ধন

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন করেছে বিএনপি নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে নগরীর সুরমা মার্কেট পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানও দেন। একই সাথে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সাজা ও মামলা প্রত্যাহারের’ দাবিও জানান।

 

রাইজিংবিডি/সিলেট/১২ সেপ্টেম্বর ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়