ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৭ দফা দাবিতে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭ দফা দাবিতে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন

টাঙ্গাইলে সাত দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর (পল্লী) উপজেলা শাখা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে তারা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর (পল্লী) উপজেলা শাখার সভাপতি মো. হারুনার রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম, সহ-সভাপতি নাইয়ার জাহা ফারজানা, হোসনে আরা, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তাক হোসেন, আবু সাহেল মো. মাইন উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। তারা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন প্রদান; সহকারী শিক্ষকের পদকে এন্ট্রিপদ ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পরিচালক পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা নেযা; চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের অবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করা; শিক্ষকদের চাকরি ভেকেশনাল সার্ভিসের পরিবর্তে নন-ভেকেশনাল সার্ভিস হিসেবে গণ্য করাসহ সাত দফা দাবি তুলে ধরেন।

এ সময় তারা আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় জেলা সদরে মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দেন। ২৭ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ২৮ সেপ্টেম্বর থেকে আন্দোলনের হুঁশিয়ারি দেন।


টাঙ্গাইল/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়