ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পদত্যাগের প্রশ্নই ওঠে না: বুয়েট ভিসি

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদত্যাগের প্রশ্নই ওঠে না: বুয়েট ভিসি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর সাইফুল ইসলাম বলেছেন, ‘আমি তো কোনো অন্যায় করিনি। তাই আমার পদত্যাগের প্রশ্নই ওঠে না।’

বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় বুয়েটছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের প্রভোস্টসহ আমরা সবাই জিম্মি ছিলাম। তাদের বের করতে পারছিলাম না। তারপরে আমাকে ঊর্দ্ধতন মহলে বিষয়টি জানাতে হয়। মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয় জানেন আমি সারাদিন উনার সাথে যোগাযোগ করেছি। ’

তিনি আরো বলেন, ‘আমি যখন এদের বের করতে পারছি না, তখন আমি উনাকে খুঁজতে ছুটলাম। উনাকে না পেয়ে শেষ পর্যন্ত মুম্বাইতে মাননীয় শিক্ষা উপমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন আমি লাইনের জন্য অন্য জায়গায় গেলাম। লাইন করে যখন আসছি, ততক্ষণে আবরারের জানাজা শেষ হয়ে গেছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভিসি বলেন, ‘হল প্রভোস্টরা খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে গেছেন। রাত তিনটার দিকে তারা খবর পেয়েছেন। রাত সোয়া একটার দিকেও আমি ওদিকটা ঘুরে এসেছি।’

এর আগে নির্যাতনের ঘটনায় পদক্ষেপ নেননি কেনো, এমন প্রশ্নে জবাবে ভিসি বলেন, ‘আমরা একটা ইনকোয়ারি করেছি। এর মধ্যে ইনকোয়ারি করে একটা শাস্তিও দিয়েছি।’

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবির ব্যাপারে ভিসি বলেন, ‘আমরাও এ দাবির ব্যাপারে একমত। আমরা শিক্ষামন্ত্রীর জন্য অপেক্ষা করছি। আজকেই কথা হবে। আমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছি।’

ফাহাদের পরিবারের প্রতি শান্তনা প্রসঙ্গে ভিসি বলেন, ‘আমার সন্তান হলেও একই অবস্থা হতো। আমি শান্তনা দেয়ার জন্যই এসেছি এখানে।’

সে সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


কুষ্টিয়া/কাঞ্চন কুমার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়