ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পথশিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পথশিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

পটুয়াখালীতে পথশিশুদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপন করেন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

শুক্রবার সকালে পৌর মিলনায়তনে পথশিশুদের নিয়ে কেক কাটেন তিনি। এ সময় পৌর কাউন্সিলর ও শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কেক কাটার পর শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পৌরসভা ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। ওই দিন শিশু রাসেলকেও হত্যা করা হয়।

পরে পথশিশুদের জীবনমানের উন্নয়ন নিয়ে মেয়রের উদ্যোগে আলোচনাসভা হয়। এতে মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, পথশিশুরা যাতে পড়ালেখা করে, খাদ্য পায়, বাল্যবিবাহ থেকে রক্ষা, স্বাস্থ্যসেবা পেতে পারে তার পটুয়াখালী পৌরসভা নিরসল ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রতিটি ঘর ঠিক করতে পারলে গোটা সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব হবে।


চট্টগ্রাম/বিলাস দাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়