ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্নীতির দায়ে কর্মকর্তার পদ অবনমন

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৮ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্নীতির দায়ে কর্মকর্তার পদ অবনমন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হকের বিরুদ্ধে তদন্তে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা মেলায় তার পদ অবনমন করা হয়েছে।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন গত বুধবার এই আদেশ দেন। বজলুল হক এখন থেকে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা পদে থাকবেন।

জেলা প্রশাসক তার আদেশে উল্লেখ করেন, মিহির দেবসহ কয়েকজন বজলুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন। এ অবস্থায় গত ১৩ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মামলার তদন্ত করেন।

গত ৩ অক্টোবর দেয়া তদন্ত প্রতিবেদনে বজলুল হককে দোষী সাব্যস্ত করা হয়।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা তনিমা আফ্রাদ জানান, অভিযুক্ত বজলুল হককে গুরুদণ্ড দেয়া হয়েছে। তাকে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা পদে অবনমন করা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া/মাইনুদ্দীন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়