ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘চিংড়ি চাষে আর সনাতন পদ্ধতি নয়’

বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চিংড়ি চাষে আর সনাতন পদ্ধতি নয়’

‘সনাতন পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক চিংড়ি চাষ করতে হবে। প্রয়োজনে মৎস্য কর্মকর্তারা মাঠ পর্যায়ে এসে আপনাদের বেশি বেশি প্রশিক্ষণ দিবে।’

বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। শুক্রবার রাতে বাগেরহাটের ফকিরহাট কলকলিয়া স্কুলে মাঠে আয়োজিত ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ব্যাংক থেকে লোন নিয়ে চিংড়ি চাষ করে প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে সহায়তা করা হবে।’

তিনি আরো বলেন, ‘মৎস্য চাষে সকল প্রকার প্রতিকূলতা দূর করতে হবে। সবাই জবাবদিহিতার আওতায় থাকবে। অন্যায়ের বিরুদ্ধে মনে সাহস রাখতে হবে। সবাই মিলে মিশে কাজ করে দেশ এগিয়ে নিতে হবে।’

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: রইছউল আলম মন্ডল, মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক কাজী শামস্ আফরোজ, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহানাজ পারভিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু, স্থানীয় ইউপি চেয়ারম্যান হিটলার গোলদারসহ মৎস্য চাষিবৃন্দ।

 

বাগেরহাট/আলী আকবর টুটুল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়