ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রংপুর নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুর নগরীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

রংপুর নগরীর ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে। সোমবার দুপুরে নগরীর কাচারি বাজার থেকে স্টেশন রোডের জীবনবীমা ভবন পর্যন্ত উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাজরান রউফ বলেন, জনগণ যাতে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচল করতে পারে, সেই জন্য তারা কাজ করছেন।

অভিযান পরিচালনাকারী রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, ‘‘কয়েক দিন ধরে মাইকিংয়ের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ী ও অবৈধ স্থাপনার মালিকদের অবগত করা হয়েছে। আমরা ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার জন্য আহ্বান করেছি। এরপরও যদি কেউ ফুটপাত দখলে রাখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’’


রংপুর/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়