ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় পিরোজপুরে বাড়তি সতর্কতা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় পিরোজপুরে বাড়তি সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় পিরোজপুরে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার রাত ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রস্তুতি হিসেবে পিরোজপুরের ৭ টি উপজেলায় ২২৮ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব সাইক্লোন শেল্টারে ১ লক্ষ ৭৩ হাজার লোক আশ্রয় নিতে পারবে।

দুর্যোগ আক্রান্ত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৬৯ টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ৭টি উপজেলায় একটি করে এবং জেলায় আরও একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে জরুরী ভিত্তিতে সেবা দেওয়ার জন্য ১,২৭৫ জন স্বেচ্ছাসেবক এবং ৪৩৫ জন স্কাউট সদস্য প্রস্তুত রয়েছে। অন্যদিকে দুর্যোগ আক্রান্ত মানুষকে সরবরাহের জন্য শুকনো খাবারও কেনা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।  

এদিকে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সাধারণ মানুষকে সচেতন করতে রাতভর বিভিন্ন এলাকায় মাইকিং করাতে দেখা গেছে। 
 

পিরোজপুর/কুমার শুভ রায়/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়