RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৬ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১১ ১৪২৭ ||  ০৯ রবিউল আউয়াল ১৪৪২

বরিশালে রূপালী ব্যাংকে আগুন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে রূপালী ব্যাংকে আগুন

বরিশালে বাংলাদেশ রূপালি ব্যাংকের সাগরদী শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যুতের জেনারেটর থেকে আগুনের সুত্রপাত হয়। ব্যাংকটির ব্যবস্থাপক (এজিএম) বিপুল কৃষ্ণ স্বন্নমত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিদ্যুতের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারো কোনো ক্ষতি হয়নি। আগুন ছড়িয়ে গেলে বড় দুর্ঘটনা হতে পারত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

ব্যাংকের বিভাগীয় অফিসের ডিজিএম উজ্জ্বল কুমার দে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। আগুন নিভে যাওয়ায় সরেজমিনে যাওয়া হয়নি। নতুন ভবনে অফিস স্থানান্তরি করা হবে। সে বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়া হচ্ছে।’


বরিশাল/স্বপন/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়