RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৩ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৯ ১৪২৭ ||  ১৬ রবিউস সানি ১৪৪২

বাস-অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাস-অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৩

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-মেয়েসহ তিন জন নিহত হয়েছে। এতে তিন জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়া উপজেলার বীরউজুলী দীঘিরপাড় এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহেল মিয়া (৫০), তার মেয়ে রুমা (৫) এবং একই উপজেলার তরগাঁও গ্রামের মোসলেউদ্দীনের ছেলে মাজহারুল ইসলাম (৩৩)। মাজহারুল ইসলাম কাপাসিয়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।

আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কাপাসিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এবং স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বীরউজুলী দীঘিরপাড় এলাকায় জলসিঁড়ি পরিবহনের কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশার ছয় ছাত্রী আহত হয়। এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে একজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গুরুতর অবস্থায় দুই জনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


গাজীপুর/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়