ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘পয়ঃবর্জ্য সমস্যা নয় সম্পদ’

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পয়ঃবর্জ্য সমস্যা নয় সম্পদ’

মানুষের মল থেকে তৈরি হচ্ছে কম্পোস্ট সার, তাই মানুষের ত্যাগকৃত মলকে সমস্যা নয় সম্পদ হিসেবে দেখার আহবান জানিয়েছেন সোসাইটি ফর দ্য আরবান পুর এবং কর্মজীবী নারী সংগঠনের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরে সংবাদকর্মীদের সঙ্গে সংগঠনগুলোর প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্র্যাকটিক্যাল এ্যাকশন এর সহায়তায় এবং সোসাইটি ফর দ্য আরবান পওর ও কর্মজীবী নারীর উদ্যোগে ফরিদপুর পৌরসভা এ মতবিনিময় সভার আয়োজন করে।  

এসময় ফরিদপুর পৌরসভার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের মর্যাদাপূর্ণ জীবন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।

এতে বক্তব্য রাখেন সোসাইটি ফর দ্য আরবান পুর এর চেযারপার্সন মো. বিলায়েত হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি প্রবীর কান্তি বালা, কর্মজীবী নারীর ম্যানেজার আরিফ হোসেন লিটন, এসইউপির সোশ্যাল মোবিলাইজেশনের জিয়াউর রহমান।

সভায় দুটি প্রকল্পের বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়।

এতে জানানো হয়, পৌরসভার বাসাবাড়ি ও অফিস তেকে পয়ঃবর্জ্য সংগ্রহ করে দুটি প্ল্যান্টের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি করে বিপণন করা হচ্ছে।


মনিরুল ইসলাম টিটো/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়