ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রেন লাইনচ্যুত ও আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রেন লাইনচ্যুত ও আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত এবং ইঞ্জিনসহ চারটি বগিতে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশীর বিভাগীয় ট্রাফিক অফিসার (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের পাকশাীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মিজানুর রহমান বলেন, তদন্ত কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রংপুরগামী রংপুর এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে। 

উল্লাপাড়া সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে সকাল ১০টা ১৫মিনিটে রংপুর এক্সপ্রেস ছেড়ে আসে। দুপুর আড়াইটার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। পরে সাতটি বগি লাইনচ্যুত হয়ে সামনেরটিকে ধাক্কা দেয়। এ সময় ইঞ্জিনসহ চারটি বগিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যার পর ওই রেলরুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। 


সিরাজগঞ্জ/অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়