ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সড়ক আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে বাস চলাচল বন্ধ

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সড়ক আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে বাস চলাচল বন্ধ

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে মেহেরপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন। শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় তারা।

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, ‘নতুন আইনের কারণে আমাদের ড্রাইভাররা আর গাড়ি চালাতে চাচ্ছেন না। এই আইনে দুর্ঘটনার জন্য একজন ড্রাইভারের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকে মেহেরপুর কুষ্টিয়া -মেহেরপুর- চুয়াডাঙ্গা ও মুজিবনগরসহ সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে।’

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকালে টার্মিনালগুলোতে এসে বাস না পেয়ে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যেতে দেখা গেছে তাদের।

 

মেহেরপুর/জাকির হোসেন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়