ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালত দেখে পেঁয়াজের দাম এক লাফে ৭০ টাকা কম

নরসিংদী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ১৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভ্রাম্যমাণ আদালত দেখে পেঁয়াজের দাম এক লাফে ৭০ টাকা কম

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে পেঁয়াজের দাম এক লাফে ৭০টাকা কমিয়ে দিয়েছেন দোকানিরা। বৃহস্পতিবার পলাশ উপজেলার ঘোড়াশালে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকালে ঘোড়াশালের সাদ্দাম বাজার ও ঘোড়াশাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আলী। তিনি দুটি বাজারে প্রবেশের সাথে সাথেই দোকানিরা পেঁয়াজের দাম ২০০ টাকা থেকে কমিয়ে ১৩০ টাকা কেজি করে ফেলেন। ম্যাজিষ্ট্রেটের সামনেই লোকজন দোকানে ভিড় করতে থাকেন পেঁয়াজ কিনতে।

বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ঘোড়াশাল বাজার ও সাদ্দাম বাজারের কবির ষ্টোর, রুহুল আমিন ষ্টোর ও ইমন ষ্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহানা আলী বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করে আসছিল। জনগণের সুবিধার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’


নরসিংদী/গাজী হানিফ/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়