ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ায় পেঁয়াজের আড়তে অভিযান

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৬ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় পেঁয়াজের আড়তে অভিযান

কুষ্টিয়ার কুমারখালীতে পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেসময় একটি গোডাউনে পেঁয়াজ মজুদ রাখায় তা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে কুমারখালী উপজেলার বাঁশগ্রাম বাজারে এই অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান।

তিনি জানান, পেঁয়াজ মজুদ করে বেশ কয়েকদিন ধরেই বেশি দামে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বাঁশগ্রাম বাজারে অভিযান চালানো হয়।

মজুদ পেঁয়াজের বিপরীতে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় জীবন কুমারকে ২৫ হাজার টাকা এবং গাউসুল আযমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে একই বাজারের আরেকটি গোডাউন বন্ধ করে পালিয়ে যাওয়ায় তা সিলগালা করে দেয়া হয়।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) সকালে কুষ্টিয়ায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

 

কুষ্টিয়া/কাঞ্চন কুমার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়