ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লবণের দাম বাড়ানোর গুজবে আটক ৪

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লবণের দাম বাড়ানোর গুজবে আটক ৪

লবণের দাম বেড়ে যাবে এমন গুজব ছড়িয়ে পড়েছে হবিগঞ্জে। এরপর থেকে দেদারছে লবণ বিক্রি হচ্ছে। এক ঘণ্টায় কয়েক লাখ টাকার লবণ বিক্রি হয়েছে।

সোমবার দিবাগত রাতে হঠাৎ এ ধরণের গুজব ছড়িয়ে পড়ে।

ক্রেতাদের ধারণা পেঁয়াজের ন্যায় লবণের দাম বেড়ে যেতে পারে। তাই তারা সর্বনিম্ন ৫ কেজি ও সর্বোচ্চ ২০ কেজি করে লবণ ক্রয় করে নিচ্ছেন।

প্রশাসনের দাবি, লবণের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে কিছু অসাধু ব্যবসায়ী।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রহমান এন্টারপ্রাইজ থেকে প্রায় ২০ বস্তা লবণ জব্দ ও চার জনকে আটক করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ। এ সময় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

জানা যায়, হবিগঞ্জ জেলা শহর, আজমিরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ, বানিয়াচং, চুনারুঘাট ও বাহুবল উপজেলায় একদিনের মধ্যেই লবণের মূল্য বৃদ্ধি পাবে এমন গুজব ছড়িয়ে পড়ে। এরপর দোকানে ভিড় করতে শুরু করেন ক্রেতারা।

হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান রাইজিংবিডিকে জানান, শহরের চৌধুরী বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। যে বা যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেয়া হবে। 

এসময় গুজবে কান না দিতে সবার প্রতি আহবান জানান তিনি।

হবিগঞ্জ/মামুন/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়