ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

৩৭৫ কেজি লবণ ভর্তি সিএনজি জব্দ

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৭৫ কেজি লবণ ভর্তি সিএনজি জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে ৩৭৫ কেজি লবণ ভর্তি এক সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ধলাই নদীর নতুন ব্রিজের উপর লবণ ভর্তি অটোরিকশা জব্দ করে পুলিশ।

উপজেলার ভানুগাছ, শমশেরনগর, মুন্সীবাজার, আদমপুরসহ বিভিন্ন স্থানে কতিপয় অসাধু ব্যবসায়ীর অধিক দামে লবণ বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া যায়। এজন্য রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আশেকুল হক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩৭৫ কেজি লবণ ভর্তি সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করেন। এসময় অটোরিকশার চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ঘটনার সত‌্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান রাইজিংবিডিকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে কিছু সুবিধাবাদী মানুষ। দেশে লবণ সংকটের কোনো ঘটনা ঘটেনি। এই গুজব থেকে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। যারা গুজব রাটাবে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।



মৌলভীবাজার/সাইফুল্লাহ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়