ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৩, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা

চট্টগ্রামের রাউজানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান  পেয়েছে জেলা পুলিশের বিশেষ দল। এসময় সেখান থেকে ডাকাত সর্দার আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার ভোররাতে পূর্ব রাউজানের ঘেড়া সামশু টিলা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ওই কারখানা থেকে অন্তত ২০ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া সামছু টিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুর্বৃত্তরা। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় মোহাম্মদ আলমগীর নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।  তার নামে বিভিন্ন থানায় ১৭ মামলা রয়েছে।

এসময় রাউজান থানার অফিসার্স ইনচার্জ কেপায়েত উল্লাহ আহত হন। ঘটনাস্থল থেকে দেশীয় শর্টগান ১০টি, গ্যাস গান সদৃশ অস্ত্র, ছয়টি দেশীয় পাইপ গান, সাত কার্তুজ ও কার্তুজের খোসা, দেশীয় একনলা বন্দুকের তিন অংশসহ অস্ত্র তৈরির আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়