RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

খুলনা-কলকাতা অ্যাম্বুলেন্স চালুর দাবি কেসিসি মেয়রের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনা-কলকাতা অ্যাম্বুলেন্স চালুর দাবি কেসিসি মেয়রের

খুলনা-কলকাতা সরাসরি অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর দাবি জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

শুক্রবার বিকেলে নগরীর আহসান আহমেদ রোডস্থ নেক্সট ট্রিপ-এর স্থানীয় কার্যালয়ে কলকাতার অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতালের তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন ও মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

সিটি মেয়র বলেন, এর আগে এই দাবি ভারতের রাষ্ট্রদূতের কাছেও করা হয়। এ বিষয়ে তিনি আশ্বাসও দিয়েছেন। সরাসরি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হলে খুলনাঞ্চল থেকে রোগীরা দ্রুত কলকাতার সংশ্লিষ্ট হাসপাতালে যাওয়ার সুযোগ পাবে। সময়ও কম লাগবে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য দুই দেশের সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেন, তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে খুলনাঞ্চলের মানুষের কলকাতায় অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতালে চিকিৎসা সেবা পেতে সুবিধা হবে। তথ্য সেবা কেন্দ্র থেকে শুধু তথ্য নয়, হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতালের ভাইস চেয়ারম্যান সোমনাথ ভট্টাচার্য, সিনিয়র কনসালটেন্ট (নিউরো এন্ড স্পাইন সার্জন) ডা. বিনোদ কুমার সিনহা প্রমুখ।

উদ্বোধন শেষে সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে মেডিকেল সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়।


খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়