ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সত্য-মিথ্য যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’

লক্ষ্মীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সত্য-মিথ্য যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’

‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস।

বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে এক র‌্যালি জেলা কালেক্ট্ররেট ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে কালেক্ট্ররেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হন।

এসময় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্য তথ্য ছড়িয়ে ডিজিটাল বাংলাদেশের সকল অর্জনগুলো ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে মানুষ। এক শ্রেণির অসাধু লোকজন এসব গুজব ছড়াচ্ছেন। তবে গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। যেকোন বিষয় আগে জানবো পরে সোশ্যাল মিডিয়াসহ ইন্টারনেটে প্রচার করবো। তাহলেই ডিজিটাল বাংলাদেশের প্রতিপাদ্যর বিষয়টি সফল হবে।

দিবসটি উপলক্ষে দুপুরে রচনা প্রতিযোগিতার আয়োজন করেন জেলা প্রশাসন।

জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত  জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, নারী উদ্যোক্তা আইরিন সুলতানাসহ অনেকে।

 

লক্ষ্মীপুর/ফরহাদ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়