ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফের দুর্ঘটনার শিকার শাহরুখ

বরগুনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফের দুর্ঘটনার শিকার শাহরুখ

বরিশালে কীর্তনখোলা নদীতে লঞ্চ এম ভি শাহরুখ-২ এর সঙ্গে সংঘর্ষে হাজী মোহাম্মদ টুটু মিয়া নামের এক কার্গো ডুবে গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে চর কাউয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে লঞ্চটির সামনের দিকের তলা ফেটে যায়। পরে তা চর কাউয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় নোঙর করে যাত্রীদের নামিয়ে দেয়।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার বলেন, লঞ্চের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হচ্ছে। নিমজ্জিত কার্গোর স্টাফদের খোঁজ চলছে। তবে এখন পর্যন্ত নদীতে পড়ে নিখোঁজ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এই লঞ্চ গত ১৩ নভেম্বর প্রায় ৮০০ যাত্রী নিয়ে মেঘনার চরে আটকা পড়ে। এরপর দীর্ঘ ৮ ঘণ্টা দুর্ভোগের পর যাত্রীদের অন্য এক লঞ্চ এসে উদ্ধার করে।

এ ছাড়া গত ১২ ডিসেম্বর বরগুনার তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে জোছনা উৎসব থেকে ফেরার পথে সহস্রাধিক যাত্রী নিয়ে গতিপথ ভুলে বঙ্গোপসাগরের কাছাকাছি চলে যায় লঞ্চটি। বঙ্গোপসাগের উত্তাল ঢেউয়ের তোড়ে পড়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা পরে লঞ্চটি ফের শুভ সন্ধ্যায় ফিরে সেখান থেকে বরগুনা আসে।     

 

বরগুনা/রুহান/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়