RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ৩০ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৬ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

ফ্যান কারখানায় আগুন: আরো এক তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্যান কারখানায় আগুন: আরো এক তদন্ত কমিটি

গাজীপুরে ফ্যান কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক নিহত ও দুই শ্রমিক দগ্ধের ঘটনায় ফায়ার সার্ভিস আরো এক তদন্ত কমিটি গঠন করেছে।

তিন সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়া জন্য সাত কর্মদিবস সময় দেয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- একজন উপ-পরিচালক, একজন উপ সহকারী পরিচালক এবং একজন সিনিয়র স্টেশন অফিসার।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ডিরেক্টর জেনারেল (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোধ সাজ্জাদ হোসাইন ঘটনাস্থলে আসেন।

পরিদর্শন শেষে তিনি জানান, ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের এক কমিটি করা হয়েছে।

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মো. শাহিনুর ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

 

গাজীপুর/হাসমত/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়