RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৩ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৯ ১৪২৭ ||  ০৮ জমাদিউস সানি ১৪৪২

আগুনে পুড়েছে ঝুটের ৯ গুদাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৯, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগুনে পুড়েছে ঝুটের ৯ গুদাম

ফাইল ফটো

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় আগুনে পুড়েছে ঝুটের নয় গুদাম।

মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুবাশ বাড়ৈ জানান, ভোর ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার আলম মিয়ার ভাড়া দেয়া জমিতে নির্মিত টিনশেডের ঝুট গুদামে আগুন লাগে।

খবর পেয়ে গাজীপুরের কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশন, জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের পাঁচ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

আগুনে বাক্কার মিয়া, চান মিয়া, হুমায়ুন, মামুন, খোকা মিয়া, আলাল, সাইফুলের মালিকানাধীন ঝুটের নয় গুদাম ও মালামাল পুড়ে গেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়