ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা

সাভারের আশুলিয়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে এক বাড়িতে অভিযানের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ এ বিষয়টি নিশ্চিত করেন।

আটক নারী শায়লা শারমিন, তার পলাতক স্বামী জাবি শিক্ষার্থী তানভীর আহমেদসহ অজ্ঞাত আরো একজনকে আসামি করে মামলা করা হয়।

পরিদর্শক জাবেদ মাসুদ জানান, সোমবার রাতে আশুলিয়ার গকুলনগর এলাকায় আকতার হোসেন নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান পরিচালনা করে পুলিশ।

এঘটনায় শায়লা শারমিন নামে এক নারীকে আটক করা হয়। তবে তার স্বামী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদ পলাতক রয়েছেন। তারা উভয়ই নব্য জেএমবির সদস্য বলে জানা গেছে।

** আশুলিয়ায় ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ

** 'জঙ্গি আস্তানা' থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রী আটক


সাব্বির/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়