ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করছে সরকার : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করছে সরকার : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার যে পরিকল্পনা নিয়েছেন তার বাস্তবতা হলো হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। সরকার হাওর এলাকায় এখন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিক‌্যাল কলেজ পর্যন্ত নির্মাণ করছে।’

রোববার জেলার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘দেশের মানুষের কাছে আমাদের অনুরোধ আপনারা উন্নয়নের পক্ষে থাকেন। যারা দেশের উন্নয়নে কাজ করবে তাদেরকে আপনারা বন্ধু হিসেবে পাশে রাখবেন। দেখবেন দেশটা কয়েক বছরের মধ্যেই উন্নত আধুনিক একটি দেশে পরিণত হবে।’

জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মোনায়েম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



আল আমিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়