ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ায় অবৈধ সার কারখানা সিলগালা, জরিমানা

কুষ্টিয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় অবৈধ সার কারখানা সিলগালা, জরিমানা

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অবৈধ সার কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে কারখানাটি সিলগালাসহ অর্থদণ্ড করা হয়।

বুধবার বিকেলে উপজেলার ধুবাইল ইউনিয়নের লক্ষ্মীধরদিয়া এলাকার রবেলা মোড়ে কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্বে দেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ।

রকিবুল হাসান জানান, ভেড়ামারা উপজেলার কাঠেরপুল এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ গোডাউন ভাড়া নিয়ে ভেজাল দস্তা ও দানাদান কীটনাশক অবৈধভাবে তৈরি করছিলেন। কারখানাটি সিলগালা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ জানান, এ সব সার কিনে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


কাঞ্চন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়