ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়ানো যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ২০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়ানো যুবক গ্রেপ্তার

করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মো. মেরাজ আল সাদী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) র‌্যাব-৬ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

গ্রেপ্তার সাদী খুলনা মহানগরীর খালিশপুরের ৯ নম্বর ওয়ার্ডের মুজগুন্নি আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

র‌্যাব-৬ জানায়, করোনাভাইরাস সংক্রান্ত আপত্তিকর প্রচারণা এবং নানা উক্তি সম্বলিত পোস্ট ফেসবুকে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়াচ্ছিলেন সাদী।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে খালিশপুরস্থ মুজগুন্নি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোন, মেমোরি ও সিমকার্ড এবং ফেসবুকে গুজব ছড়ানোর সংক্রান্ত তথ্যের স্ক্রিনশটও জব্দ করা হয়েছে।  তাকে খালিশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


খুলনা/নূরুজ্জামান/বুলাকী

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়