ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজশাহীতে প্রস্তুত পুলিশের করোনা রেসপন্স টিম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে প্রস্তুত পুলিশের করোনা রেসপন্স টিম

করোনা রেসপন্স টিম (সিআরটি) নামে একটি বিশেষ দল গঠন করেছে রাজশাহী জেলা পুলিশ। এ দলকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। প্রত্যেক সদস্যকে দেওয়া হয়েছে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই)।

বুধবার (২৫ মার্চ) রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জরুরি ভিত্তিতে দ্রুত সাড়া প্রদান ও বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়টি আরো বেশি কার্যকর করতে ‘করোনা রেসপন্স টিম’ মাঠে কাজ করবে। এ টিমের সদস্য ৩০ জন। এর সমন্বয়ের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান। টিমের সদস্যদের করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে বিশেষ ব্রিফিং করা হয়েছে। 

পুলিশ সুপার বলেন, এ টিম রাজশাহী জেলার যেকোনো এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিষয়ে দ্রুত সাড়া প্রদান করবে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করবে। পাশাপাশি কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে জনগণকে করোনাভাইরাস প্রতিরোধে পরামর্শ দেবে।

 

রাজশাহী/তানজিমুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়