ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা মোকবিলায় উপকূলীয় জেলাগুলোতে নৌবাহিনীর কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকবিলায় উপকূলীয় জেলাগুলোতে নৌবাহিনীর কাজ শুরু

করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রামের সমুদ্র ও উপকূলীয় জেলায় কাজ শুরু করেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সরকারের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে উপকূলীয় এলাকায় চট্টগ্রাম নৌ অঞ্চলের কন্টিনজেন্টগুলো পুরোদমে কাজ শুরু করেছে। চট্টগ্রাম নৌ অঞ্চলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তারা জানান, সমুদ্র ও উপকূলীয় এলাকাগুলোতে স্থানীয়দের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা, বিভিন্ন দুর্গম এলাকায় ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিদেশ ফেরত নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন স্থানে ঘরে বসে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে লে. কমান্ডার এম মাহবুব শিকদারের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।


রেজাউল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়