ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যশোরে সংবাদপত্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে সংবাদপত্র বন্ধ

ফাইল ফটো

করোনা থেকে যশোরের সংবাদপত্র কর্মীদের সুরক্ষার জন্য যশোরের সংবাদপত্র পরিষদ আগামী পাঁচ দিনের জন্য সকল সংবাদপত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদপত্র পরিষদের সভাপতি জানান, সংবাদপত্র কর্মীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংবাদপত্র পরিষদ। এই জন্য আগামী ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মোট পাঁচদিন যশোরের সকল সংবাদপত্রের প্রকাশনা বন্ধ থাকবে। একই সঙ্গে সংবাদপত্র পরিষদ এই কঠিন ক্রান্তিকাল মোকাবেলায় সংবাদপত্র কর্মীদের সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

সংবাদপত্র পরিষদের নেতৃবন্দ মনে করেন, করোনার প্রভাব দ্রুত নিয়ন্ত্রণে না আসলে দেশের সংবাদপত্র ভয়াবহ ক্রান্তিকাললের মুখোমুখি হবে।


যশোর/রিটন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়