ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

গোপালগঞ্জে ২ হাজার চা বিক্রেতা পাচ্ছেন খাদ্য সহায়তা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে ২ হাজার চা বিক্রেতা পাচ্ছেন খাদ্য সহায়তা

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রয়েছে চায়ের দোকানও। এতে বিপাকে পড়েছেন দরিদ্র চা বিক্রেতারা। গোপালগঞ্জে এরকম ২ হাজার চা বিক্রেতার বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহাকারী কমিশনারদের (ভূমি) তত্ত্বাবধানে পাঁচ উপজেলার ৬৮টি ইউনিয়ন পরিষদের সদস্যদের সহায়তায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

খাদ্য সামগ্রীর মধ্যে আছে—২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ ও ৫০ গ্রাম শুকনা মরিচ।

খাদ্য সামগ্রী বিতরণকালে গোপালগঞ্জ সদরের ইউএনও মো. সাদিকুর রহমান খান, কাশিয়ানীর ইউএনও মো. সাব্বির আহম্মেদ, কোটালীপাড়ার ইউএনও এস এম মাহফুজুর রহমান, মুকসুদপুরের ইউএনও তাসলিমা আলী, টুঙ্গিপাড়ার ইউএনও নাকিব হোসেন তরফদারসহ পাঁচ উপজেলার সহাকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সুপারুল আলমের উদ্যোগে ইউনিয়নের ৭৩টি মসজিদ ও বিভিন্ন বাজারে ৪০টি স্থানে হাত ধোয়ার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান এসব সরঞ্জাম দায়িত্বশীল ব্যক্তিদের হাতে তুলে দেন।

 

গোপালগঞ্জ/বাদল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়