ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বালুর কার্গোতে বরগুনায় এলেন নারায়ণগঞ্জের ১০৯ যাত্রী

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৯, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বালুর কার্গোতে বরগুনায় এলেন নারায়ণগঞ্জের ১০৯ যাত্রী

করোনা প্রাদুর্ভাব রোধে সড়কে গণপরিবহন বন্ধের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নারায়ণগঞ্জের কাঠপট্টি থেকে ১০৯ যাত্রীসহ এক বালুবাহী কার্গো বরগুনার আমতলীতে এসেছে।

বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে কার্গোটি উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদের পশ্চিমে সোনাখালী গ্রামের মরগার ব্রিজে এসে পৌঁছে।

এসময় স্থানীয়রা বিষয়টি আমতলী থানাকে জানালে পুলিশ যাত্রীদের আটক করে কার্গো জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

ওই ট্রাকে আসা যাত্রীরা জানান, জনপ্রতি এক হাজার টাকা করে মোট এক লাখ ৯ হাজার টাকা চুক্তিতে তারা কার্গোটি ভাড়া করেন। মঙ্গলবার বিকেলে সবাই নারায়ণগঞ্জের কাঠপট্টি থেকে বরগুনার আমতলীর উদ্দেশ্যে ছেড়ে আসেন। যাত্রীরা নারায়ণগঞ্জ ইটভাটায় কাজ করতেন। তাদের বাড়ি আমতলী ও পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

ওসি মো. শাহ আলম জানান, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা শেষে আটক ১০৯ যাত্রীর মধ্যে ৯০ জনকে উপজেলার কুকুয়া ইউপির আমড়াগাছিয়া খানকায়ে সালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন সাইক্লোন শেল্টারে কোয়ারেন্টাইনে এবং বাকি ১৯ জনকে হোম কেয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা দিয়ে পটুয়াখালীতে পাঠানো হয়েছে।

 

রুহান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়