ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সরকারি নির্দেশ অমান্যে ২ ব্যক্তিসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সরকারি নির্দেশ অমান্যে ২ ব্যক্তিসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাজারে ঘোরাঘুরি করায় দুই ব্যক্তিকে অর্থদন্ড এবং ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদ্জ্জুামান রুমেল জানান, কারণ ছাড়াই অপ্রয়োজনে বাজারে ঘোরাঘুরি করায় মোস্তাফিজুর ও তাপস নামের দুই ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।

ঘিওর বাজারে অবৈধ প্রক্রিয়ায় চানাচুর উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন করায় দিলবার চানাচুর ফ্যাক্টরিকে ২০,০০০ টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেয়ায় শহিদুল স্টোরকে ৫০০০ টাকা, দীপক স্টোরকে ২০০০ টাকা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও শষ্যের বীজ বিক্রির অপরাধে বিউটি স্টোরকে ৪০০০ টাকা জরিমানা করা হয়।


আব্দুল আলীম/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়