ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা

শিবচরে ৩ ক্রেতাসহ ২০ জনকে জরিমানা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিবচরে ৩ ক্রেতাসহ ২০ জনকে জরিমানা

করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় ও সরকারি বিধি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করায় মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসনের অভিযানে শিবচর বাজারে ২০ জন ক্রেতা ও বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিধি-নিষেধ কার্যকর করতে শিবচর পৌরবাজারের খলিফাপট্টি, মেইনরোড ও একাত্তর রোডের বেশ কিছু দোকানে এ শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকানে অতিরিক্ত ক্রেতাদের প্রবেশ করতে দেওয়া, হাত ধোয়ার স্যানিটাইজার ব্যবহার না করানোর জন্য ১৭ জন বিক্রেতা ও মাস্ক ব্যবহার না করার দায়ে ৩ জন ক্রেতাকে মোট ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের মেইনরোডের পঁচা সু নামের দোকানটি ঈদ পর্যন্ত বন্ধ ঘোষনা করা।

এ সময় ইউএনও সকলকে ভীড় এড়িয়ে চলার এবং বাইরে অহেতুক ঘোরাফেরা না করে ঘরে থাকার পরামর্শ দেন।


বেলাল রিজভী/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়