ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঝালকাঠিতে করোনা রোগীর পলায়ন, ৩০ বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঝালকাঠিতে করোনা রোগীর পলায়ন, ৩০ বাড়ি লকডাউন

ঝালকাঠির কাঁঠালিয়ায় করোনা আক্রান্ত এক রোগী হোম আইসোলেশসনে থাকা অবস্থায় পালিয়ে গেছেন। এতে ওই এলাকার আসে পাসের ৩০ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৩ মে) গভীর রাতে তিনি উপজেলার আমুয়া ইউনিয়নের বাড়ি থেকে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার।

ওই আক্রান্ত ব্যক্তি বাড়িতে শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করেন সন্ধ্যায়। কিন্তু বুধবার রাতেই বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর করোনা প্রতিবেদন পজিটিভ আসে। পরে রাত ১২টার দিকে তিনি পালিয়ে যান।

পজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এক সপ্তাহ আগে ওই ব্যক্তি তাঁর মায়ের মৃত্যুতে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে আসেন। এলাকার লোকজনের সন্দেহ হলে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এঘটনার পর বৃহস্পতিবার (১৪ মে) ওই এলাকার আসে পাসের ৩০ টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।


অলোক সাহা/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়