ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নড়াইলেও বন্ধ করে দেয়া হলো মার্কেট ও দোকানপাট

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৭, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নড়াইলেও বন্ধ করে দেয়া হলো মার্কেট ও দোকানপাট

করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকির কথা বিবেচনা করে আজ শুক্রবার (১৫ মে) সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে নড়াইলের মার্কেট ও দোকানপাট।

বৃহস্পতিবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এ বন্ধের ঘোষণা দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরণের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়।

নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে মাইকিংও করা হয়েছে।

এ ব্যাপারে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরা জানান, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষিপণ্য, ওষুধের দোকান ও কাঁচাবাজার ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিয়ম সবাইকে মেনে চলতে হবে।

প্রসঙ্গত, গত ১০ থেকে ১৪ মে নড়াইলে শপিংমলসহ সব ধরণের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হলেও বেশির ভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হচ্ছিল না।


ফরহাদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়