ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাঙামাটিতে ৪ জন করোনামুক্ত

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাঙামাটিতে ৪ জন করোনামুক্ত

রাঙামাটিতে করোনাভাইরাসে আক্রান্তদের ৪ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (১৫ মে) শিশুসহ প্রথম যে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁদের তৃতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। তবে, বৃহস্পতিবার (১৪ মে) রাতে শিশুর পিতার শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

ডা. বিপাশ খীসা জানান, জেলায় প্রথম করোনা পজেটিভ সনাক্ত হওয়া এক শিশুসহ চারজনের তৃতীয় দফায় পাঠানো নমুনায় করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁরা এখন করোনামুক্ত। তবুও নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টিন পালন করতে হবে তাঁদের।

এদিকে, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ জন থাকলেও ৪ জনের তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসায় সংখ্যাটি এখন ২১ জনে নেমে এসেছে।


বিজয় ধর/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়