ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুষ্টিয়ায় শনিবার থেকে শপিংমল বন্ধ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় শনিবার থেকে শপিংমল বন্ধ

কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করে বেচাকেনা, লোক সমাগম ঘটায় সব শপিংমল, দোকানপাট ও বিপণী বিতান বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (১৬ মে) সকাল থেকে এসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে জেলা প্রশাসকের কক্ষে করোনা দুর্যোগকালীন বাজার মনিটরিং কমিটির সরেজমিন পর্যবেক্ষণ শেষে জরুরী সভায় এ ঘোষণা দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

তিনি আরও জানান, সকলের মতামতের ভিত্তিতে স্বাস্থ্যবিধি অমান্য ও করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় জেলার সব ধরনের মার্কেট দোকানপাট, শপিংমল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছ। তবে চিকিৎসা সংশ্লিষ্ট জরুরী সেবাসমুহ ও ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্য, কৃষি পণ্য পরিবহনের যানবাহন এর আওতামুক্ত থাকবে।

এ আদেশ অমান্য করলে ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এসএম কাদেরী শাকিলসহ সংশ্লিষ্টরা।


কাঞ্চন কুমার/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়