ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নাটোরে গৃহবধূদের মাঝে সবজি বীজ বিতরণ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নাটোরে গৃহবধূদের মাঝে সবজি বীজ বিতরণ

নাটোর সদর উপজেলায় চারশ’ গৃহবধূকে বিনামূল্যের সবজি বীজ বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ১৩ ধরনের সবজির বীজ দেওয়া হবে তাদের।

শুক্রবার (১৫ মে) দুপুরে শহরতলীর হাজরা নাটোর রাধা গোবিন্দ মন্দিরে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম জানান, করোনার প্রভাব মোকাবেলায় নাটোর সদর উপজেলায় লাউ, কুমড়া, লাল শাকসহ ১৩ ধরনের বীজ বিনামূ্ল্যে গৃহবধূদের দেওয়া হবে। সদর উপজেলায় মোট চারশ’ পরিবার পাবে এই বিনামূল্যের বীজ।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে, সে জন্য এই বীজ বিতরণ করা হচ্ছে।’

নাটোর সদর উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগের আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম প্রমুখ।


আরিফুল ইসলাম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়