ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। রয়েছে ঢাকাগামী যাত্রীদেরও ভিড়।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গগামী পাঁচ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এদিকে, যাত্রীদের সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে পদ্মা সেতুর টোল প্লাজায় চেকপোস্ট বসিয়েছে জেলা ও হাইওয়ে পুলিশ।

ঘাটের ৩ কিলোমিটার অদূরে টোল প্লাজায় যানবাহনে চড়ে আসা যাত্রীদের নানা প্রশ্নের মুখোমুখি পড়তে হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে ফেরি ও ট্রলারে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়ায় আসার পর অটোরিকশা, মিশুক, মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে ছুটছেন যাত্রীরা।

অপরদিকে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে হাজারো ঘরমুখো যাত্রী রাজধানী ছাড়ছেন।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান,  করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটিতে গণপরিবহন বন্ধ রয়েছে। তারপরও যাত্রী পারাপার থেমে নেই। কিছু দিন ধরে গ্রাম থেকে মানুষ ঢাকায় ফিরছিলেন কিন্তু আজ ঢাকা থেকেও গ্রামে যাচ্ছে। 

 

রতন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়