ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নড়াইলে কৃষক হত্যা : ২১ আসামি গ্রেপ্তার

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ১৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নড়াইলে কৃষক হত্যা : ২১ আসামি গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে কৃষক শাফিউর রহমান শাফিকে (৩৫) হত্যার ঘটনায় ২১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান।

নিজ কার্যালয়ে সংবাদ সম্মলেনে পুলিশ সুপার জানান, পূর্ব শত্রুতার জেরে গত ১৩ মার্চ সন্ধ্যা ৭টার দিকে কামালপ্রতাপ বাজারে চায়ের দোকানের সামনে শাফিউর রহমান শাফিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় শাফিউরের ভাই সোহাগ বাদি হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। এরপর পুলিশি অভিযান ও তৎপরতার কারণে আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। এ পরিস্থিতিতে আসামিরা পালিয়ে না থেকে শনিবার বেলা ১১টার দিকে এসপি অফিস এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের হেফাজতে আসেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

এ মামলার প্রধান আসামি মল্লিক সাইফুজ্জামানসহ ২১ জনকে আদালতে পাঠানো হয়েছে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান,  ২৯ আসামির মধ্যে ২১ জনকে গ্রেপ্তার করা হলেও বাকি আটজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।



ফরহাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়