ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কেক তৈরিতে পঁচা ডিম, ১০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কেক তৈরিতে পঁচা ডিম, ১০ হাজার টাকা জরিমানা

পঁচা ডিম দিয়ে কেক ও বিস্কুট তৈরির অপরাধে কুষ্টিয়ার পোড়াদহে এক বেকারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৭ মে) বিকেলে কুষ্টিয়ার পোড়াদহ বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান।

তিনি জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরী, উৎপাদিত কেক ও বিস্কুট তৈরীতে পঁচা, ভাঙ্গা ডিম ব্যবহার করার অপরাধে ইমরান বেকারির মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরে জব্দকৃত তিনশো পঁচা ডিম ধ্বংস করা হয়।


কাঞ্চন কুমার/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ