ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

করোনায় চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪

চট্টগ্রাম মহানগরী ও জেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশ সাংবাদিকসহ ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৮৪৫ জনে দাঁড়ালো।

সোমবার (১৮ মে ) রাত সাড়ে ১১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) হাসপাতালে ১২৪টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৭৪টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে ২৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বিআইটিআইডিতে ২৭ জন, সিভাসুতে খাগড়াছড়ি জেলার ২ জনসহ ২৪ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। সবমিলে ৩টি ল্যাবে চট্টগ্রামের ৫৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

অপরদিকে, পরীক্ষা সম্পন্ন না হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের করোনা ল্যাবে পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়নি।

 

চট্টগ্রাম/রেজাউল/সাইফ

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়