ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রাজশাহীতে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজশাহীতে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে মোশাররফ হোসেন নামে (৫৭) এক পুলিশ কর্মকর্তার মৃত‌্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর খিস্ট্রিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত‌্যু হয় তার।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এএসআই মোশাররফ হোসেন পাবনা সুজানগরের বাসিন্দা। রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। তিনি প্রেষণে নওগাঁয় কর্মরত ছিলেন। কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন মোশাররফ। গত বুধবার তার নমুনা সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) রাতে পরীক্ষার রিপোর্টে মোশাররফের করোনা পজিটিভ আসে। শুক্রবার সকালে তাকে করোনা আক্রান্ত এবং সন্দেহভাজন রোগীদের জন্য নির্ধারিত রাজশাহীর খিস্ট্রিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

পরীক্ষার জন্য আবারও তার নমুনা সংগ্রহ করা হবে বলে জানান রামেক হাসপাতালের এই কর্মকর্তা।

নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, ‘মোশাররফ হোসেন নওগাঁর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) প্রেষণে কর্মরত ছিলেন। তার মূল কর্মস্থল রাজশাহী আরআরএফ। অসুস্থতার কারণে তিনি গেল ১৮ মে থেকে ছুটিতে রাজশাহী মহানগরীর ভাড়া বাসাতেই ছিলেন।

রাত পৌনে ১২টার দিকে আরআরএফ রাজশাহীর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল হান্নান বলেন, ‘খিস্ট্রিয়ান মিশন হাসপাতাল থেকে মোশাররফ হোসেনের মরদেহ সুজানগরে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। একটি বিশেষ অ্যাম্বুলেন্সে পুলিশ পাহারায় তার মরদেহ বহন করা হবে। সুজানগরে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে।

 

তানজিমুল হক/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়