RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ২৩ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৮ ১৪২৭ ||  ০৬ রবিউল আউয়াল ১৪৪২

কক্সবাজারে করোনায় নতুন করে শনাক্ত ৭১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কক্সবাজারে করোনায় নতুন করে শনাক্ত ৭১

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৬৩ জন নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা পজেটিভ এসেছে। এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭১ জন। অপর চার জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রয়েছে। কক্সবাজার সদরে রয়েছে ৫৪ জন। এছাড়া উখিয়ায় আট জন, চকরিয়ায় এক জন, টেকনাফে দুজন, রামুতে এক জন, মহেশখালীতে এক জন, লামায় দুজন, চট্টগ্রামের লোহাগাড়ার এক জন ও একজন রোহিঙ্গা রয়েছেন।

শুক্রবার (২৯ মে) বিকালে এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

গত ৫৮ দিনে ছয় হাজার ৩০১ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস টেস্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৬৮৯ জনের রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গেল।

এর মধ্যে মহেশখালীতে ৩১ জন, টেকনাফে ২০ জন, উখিয়ায় ৮৬ জন, রামু ২১ জন, চকরিয়ায় ১৫৬ জন, কক্সবাজার সদরে ২৩২ জন, কুতুবদিয়ায় দুজন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছেন। এর সাথে যোগ হলো ৩০ জন রোহিঙ্গা।

অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসীন্দা।

এদের মধ‌্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০০ জন। মারা গেছেন ১১ জন।

 

সুজাউদ্দিন রুবেল/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়