ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় ৬ পুলিশ সদস্যসহ ১১জনের করোনা শনাক্ত 

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় ৬ পুলিশ সদস্যসহ ১১জনের করোনা শনাক্ত 

চুয়াডাঙ্গায় নতুন করে ৬ পুলিশ সদস্যসহ ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার চারটি উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১২ জনে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান শুক্রবার (৫ জুন) রাত ৯টায় জানান, বৃহস্পতিবার কুষ্টিয়ায় পিসিআরে ৩১ জনের নমুনা পাঠানো হলে পরীক্ষার পর শুক্রবার বিকেলে ২৯ জনের রিপোর্ট এসেছে। এতে দর্শনা থানার ৬ জন পুলিশ সদস্যের ও আলমডাঙ্গা উপজেলায় ঢাকা থেকে আসা ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন সংক্রমিত ৬ জন পুলিশ সদস্যের মধ্যে ৫ জন হোম আইসোলেশনে ও ১ জন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক জানান, দর্শনা থানার ওসিসহ ৩ জনের দেহে প্রথমে করোনা শনাক্ত হয়। এর পর আজ আরো ৫ জন এসআই ও ১ জন কনেস্টবলের করোনা শনাক্ত হয়েছে। থানায় কর্মরত অন্যদেরও করোনা টেস্ট করানো হবে।

চুয়াডাঙ্গা আক্রান্ত ১১২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ জন। মারা গেছেন ১ জন। আর উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।


মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়